২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দু-চার দিনের মধ্যেই ভ্যাকসিন আনার চুক্তি হবে - স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৩১, ২০২০
47
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

দু-চার দিনের মধ্যেই ভ্যাকসিন আনার একটি চুক্তি হবে বলে জানিয়েছেন- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যারা ভ্যাকসিন তৈরী করছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছি।

৩১ অক্টোবর শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে একথা বলেন মন্ত্রী ।

মন্ত্রী আরো বলেন, শীতে করোনা সংক্রমণ বাড়তে পারে। ইতোমধ্যে বিশ্বের অনেক দেশে করোনার সংক্রমণ বেড়ে গেছে। তবে আমাদের দেশে অন্যান্য দেশের চেয়ে মৃত্যুর হার কম। আমেরিকাতে সোয়া দুই লক্ষ লোক মৃত্যুবরণ করেছে। আমরা একটি মৃত্যুও চাই না। করোনার সংক্রমণ থেকে বাঁচতে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এসময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক ইসরাফিল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram