১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তারা মাস্ক পরে বের না হওয়ায় আটক : প্রখর রো‌দে ব‌সি‌য়ে রে‌খে মু‌ক্তি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ২৯, ২০২১
25
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মাস্ক না পরে রোডে ঘোরাঘুরি করার সময় আটক করে তাদেরকে প্রখর রোদে বসিয়ে রাখে পুলিশ।


করোনার সংক্রমণ রোধে গৃহীত লকডাউনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ব্যতিক্রমী এ পদক্ষেপ গ্রহণ করেছে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা পুলিশ।

করোনা সংক্রমণ রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ পদক্ষেপের অংশ হিসেবে মুখে মাস্ক না পরে সড়কে ঘোরাঘুরির সময় তাদেরকে আটক করা হয়। পরে থানা চত্বরে নিয়ে শাস্তি হিসেবে ২ ঘণ্টা রোদে বসিয়ে রাখে পুলিশ।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলমের নেতৃতে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অ‌ফিসার ইনচার্জ আলমগীর কবীর পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান ও পুলিশ পরিদর্শক (অপারেশন)  দেবব্রত রায়।

২৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পুলিশ লকডাউন ও মাস্ক পরিধান নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করে। সময় মাস্ক ছাড়া বের হওয়া ব্যক্তিদের আটক করে পিক আপ ভ্যানে উঠিয়ে থানায় নেওয়া হয়। পরে শাস্তি স্বরূপ থানা প্রখর রোদে বসিয়ে রাখতে দেখা যায়।

আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে, সে জন্য পুলিশকে কঠোর ভূমিকা গ্রহণ করতে হচ্ছে। সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে যারা মাস্ক ছাড়া বের হচ্ছে, তাদেরকে রোদের ভেতর বসিয়ে রেখে শাস্তি দেওয়া হচ্ছে।


পরে মাস্ক পরিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এটি দেখে যাতে অন্যরাও সতর্ক হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram