২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঢাকার বিশিষ্ঠ ব্যবসায়ী শেখ আশাদুল হক মিকার নিজ অর্থ্যায়নে ঈদ উপহার বিতরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১১, ২০২১
17
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

ঢাকার বিশিষ্ঠ ব্যবসায়ী আলমডাঙ্গা কালিদাসপুর ইউনিয়নের পারকুলা গ্রামের কৃতি সন্তান আলহাজ¦ শেখ আশাদুল হক মিকার নিজ অর্থ্যায়নে ঈদ উপহার, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করেছেন। ১১ মে মঙ্গলবার সকাল ১০টার দিকে পারকুলা নিজ বাড়িতে ভাইদের সহযোগীতায় করোনা কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করেন।

ইতো পূর্বে তিনি গত ১ বছরে করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া প্রায় দেড় হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণকালে শেখ আশাদুল হক মিকা বলেন, মহামারি করোনা ভাইরাস শুধু বাংলাদেশকে ক্ষতিগ্রস্থ করেনি। ক্ষতিগ্রস্থ করেছে সারা বিশ^কে। গত ১ বছরে মহামারি করোনার কারণে কর্মহীন হয়ে পড়া প্রায় দেড় হাজার পরিবারের পাশে দাড়াঁতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

মহামারি করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষ গুলো পেটের ভাতই জোগাড় করতে পারে না। তারা আসন্ন ঈদুল ফিতরে বাজার করবে কিভাবে। সে জন্য নিজ গ্রামসহ কালিদাসপুর ইউনিয়নের ৫ শতাধিক পরিবারের হাতে ঈদ উপহার ও নগত অর্থ এবং ১ শ পরিবারের মাঝে পাঞ্জাবি বিতরণ করেছি। তিনি আরও বলেন, প্রতিটি গ্রামের বৃত্তবানরা যদি কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়াতো তাহলে মহামারি করোনা ভাইরাস মোকাবেলা করতে আমাদের জন্য সহজ হতো।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের আহব্বায়ক জালাল উদ্দিন, শেখ জাকির হোসেন, আব্দুল হান্নান, লিংকন জোয়ার্দ্দার, জিয়ারুল হক, সাদ আহমেদ, মোজাদ্দেল হোসেন খান, শফি চৌধুরী, ডা. বাবলু, নাসির উদ্দিন, আলম জোয়ার্দ্দার, বাবুল মোল্লা, আলম হোসেন, জহুরুল ইসলাম, পাকু, পিয়াস, হাসান মাস্টার, প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram