২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ সদর থানার সেবার মান বৃদ্ধিতে হেল্প ডেস্ক’র উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১২, ২০২১
25
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উদ্যোগে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য সেবার মান বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে ঝিনাইদহ সদর থানায় হেল্প ডেস্ক’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে এ হেল্প ডেক্সের উদ্বোধন করেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সদর থানার ওসি অপারেশন আবুল খায়ের শেখ, সেকেন্ড অফিসার কামাল হোসেন, মানবধিকার বাস্তবায়ন সংস্থার প্রতিনিধি আমিনুর রহমান টুকু, ব্র্যাক প্রতিনিধি রোকেয়া খাতুন, সৃজনী ফাউন্ডেশনের প্রতিনিধি পারভীন নাহার, এইডের প্রতিনিধি আশরাফুন নাহার আশা, সিও সংস্থার প্রতিনিধি তোফাজ্জেল হোসেন, শিশু নিলয় প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন উই এর প্রতিনিধি শরীফা খাতুনসহ পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এ সময় পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম বলেন সদর থানা এলাকায় সরকারী এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত উদ্যোগে নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য সেবার মান বৃদ্ধি ও সহজতর করার লক্ষ্যে হেল্প ডেস্ক অগ্রণী ভ’মিকা পালন করবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram