২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহ জিকে সরকারী প্রাইমারি স্কুলের তালা ভেঙ্গে চুরি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১০, ২০২১
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত জিকে সরকারী প্রাইমারি স্কুলে বৃহস্পতিবার রাতে আবারো চুরি হয়েছে।

এই নিয়ে স্কুলটিতে দুইবার চুরি হলো। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শারমিন সুলতানা ইতি জানান, চোরেরা স্কুলের দরজার তালা ভেঙ্গে দুইটি থার্মাল স্কেনার, একটি ল্যাপটপ, সাউন্ডবক্স, স্পিকার, মাইক্রোফোন, চার্জার লাইট, মাল্টিপ্লাগসহ শিশু শিক্ষার্থীদের খেলনা সামগ্রী ও নানা জিনিসপত্র নিয়ে গেছে। চোরেরা তালা ভাঙ্গতে না পারলেও হ্যাজবোল্ডের উপর অংশটি ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে। স্কুলটিতে নাইটগার্ড না থাকায় বারবার চুরির ঘটনা ঘটছে বলে এলাকাবাসি জানান।

তথ্য নিয়ে জানা গেছে, এর আগে স্কুল চত্বরের একটি মুল্যবান গাছ চোরেরা কেটে নিয়ে যায়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি মামলার পক্রিয়া চলছে। স্কুল কমিটি দ্রæত স্কুলটিতে একটি নাইটগার্ড নিয়োগের দাবী জানিয়েছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram