২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে পূর্বাশা পরিবহনের ধাক্কায় কাঁচামাল ব্যাবসায়ি নিহত- আহত তিন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১৫, ২০২২
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলা বোড়াই নামক স্থানে শুক্রবার বিকালে পথচারিকে বাঁচাতে গিয়ে ফুটপাতে দাড়িয়ে থাকা দুই ব্যাক্তিকে পিষ্ট করেছে ঢাকা গামী পুর্বাশা পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই তারিক (৪০) নামে এক যুবক নিহত হন।

দুর্ঘটনায় তারিকের স্ত্রী রানু, সাবেক স্কুল শিক্ষক শফিউদ্দীন (৬৭) ও শিমুল নামে তিনজন গুরুতর আহত হন। বদরগঞ্জ বাজার সংলগ্ন রাতুল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শী সুত্রে জানা গেছে, বোড়াই গ্রামের নুর জামালের বাড়ির কাছে ফুটপাতে দাড়িয়ে গল্প করছিলেন আলীয়ারপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শফিউদ্দীন ও একই গ্রামের জহির উদ্দীনের ছেলে তারিক।

বিকাল সাড়ে ৪টার দিকে পুর্বাশা পরিবহনের একটি বাস রাস্তার উপর দাড়িয়ে থাকা শিমুল ওরফে শিলু নামে এক শ্রবন প্রতিবন্ধিকে বাঁচাতে গিয়ে ফুটপাতে তুলে দেয়। এ সময় তারিক ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে।

এর মধ্যে নিহত তারিকের স্ত্রী রানুর অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করেছে। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ফাড়ির তদন্ত কর্মকর্তা বিল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram