২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ৬, ২০২০
26
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ বেতন বৈষম্যে নিরসন, নিয়োগ বিধি সংশোধনসহ ৩ দফা দাবীতে টানা ১১ দিনের মত ঝিনাইদহে কর্মবিরতি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। রোববার সকাল থেকে শহরের পুরাতন হাসপাতাল, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলার বিভিন্ন উপজেলায় এ কর্মবিরতি পালন করছে ১৮৪ জন স্বাস্থ্য সহকারী।

এসময় বাংলাদেশ হেলথ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম জোয়ার্দ্দার, উপদেষ্টা নাজিম উদ্দিন জোয়ার্দ্দার, সদর থানা শাখার সভাপতি আব্দুর রাকিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। গত ২৬ নভেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচী চলছে প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত।

কর্মবিরতি দিয়ে তারা অফিস প্রাঙ্গনে বিক্ষোভ ও সমাবেশ করছেন। এসময় আন্দোলকারীরা, স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রæতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শকদের ১১ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩ তম গ্রেডে উন্নীতকরণসহ বেতন বৈষম্য নিরসনের দাবি জানান। এদিকে কর্মবিরতির কারণে বিপাকে পড়েছেন টিকা নিতে আসা শিশুদের স্বজনরা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram