২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহে সচিবালয়ের সাথে পদবী বৈষম্য নিরসনকল্পে কলম বিরতি ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ২৩, ২০২০
16
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ সচিবালয়ের সাথে পদবী বৈষম্য নিরসনকল্পে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ঝিনাইদহে কলম বিরতি ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলার শাখার আয়োজনে স্থানীয় জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে বুধবার সকাল ৯টায় কলম বিরতি ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

“এক দফা এক দাবী, বৈষম্যহীন পদ-পদবী” “স্বাধীন দেশ স্বাধীন মত,সকল দপ্তরে অভিন্ন পদ”এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সকাল ৯টা থেকে ১১ টা পর্যন্ত জেলার অর্ধশতাধিক উচ্চমান সহকারী এ কলম বিরতি ও অবস্থান কর্মসূচীতে অংশ নেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলার শাখার সভাপতি আইনাল হক,সাধারন সম্পাদক জামিন উদ্দীন,আইসিটি সম্পাদক তুষার কান্তি দাস,সমাজ কল্যাণ সম্পাদক মতিয়ার রহমান,আমিরুল ইসলাম,আবু সাঈদ, নাজমা খাতুন,ছানোয়ার হোসেন,এস এম সোহেল রানা প্রমূখ। অবস্থান কর্মসূচীতে উচ্চমান সহকারীগন, সচিবালয়ের সাথে পদবী বৈষম্য নিরসনকল্পে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবী জানান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram