২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে রাতের আধারে রোপনকৃত গাছ কেটে তছরুফ করল প্রতিপক্ষ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ৬, ২০২১
42
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে আবারও গাছের সাথে শত্রুতা করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার জাড়গ্রামে। জানা যায়, ২০২০ সালে জাড়গ্রাম মৌজার ১০৭৬ দাগের ১২২ শতক জমির মধ্যে ৫৬ শতক হতে উত্তর পাশ্বে ২৫ শতক জমি ক্রয় করেন রবিউল ইসলামের স্ত্রী পারুলা বেগম, ছেলে শাকিল শিকদার ও শিহাব শিকদার। জমি ভোগ দখল করে চাষাবাদ করাকালীন সময়ে প্রতিবেশী আব্দুল মজিদ মন্ডল, নজির মন্ডল, ভানু খাতুন এবং আম্বিয়া খাতুন প্রায়ই গোলযোগের সৃষ্টি করে।

জমির প্রকৃত মালিকদ্বয় ওই জমিতে মেহগনি গাছ, কলাগাছ লাগিয়ে চাষাবাদ করছিলেন। পারুলা বেগম অভিযোগ করেন প্রতিপক্ষরা তাদের রোপনকৃত মেহগনি গাছ রাতের আধারে কেঁটে ফেলে একই সাথে কলাগাছ তুলে ফেলে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন তিনি। এছাড়াও ইতিপূর্বে ওই জমিতে থাকা বেশ কয়েকটি বাশ রাতের আধারে কেটে নিয়েছে প্রতিপক্ষরা। উল্লেখ্য, উক্ত জমি নিয়ে ঝিনাইদহ বিজ্ঞ সিনিয়র সহকারি জজ আদালতে মামলা চলমান রয়েছে। ক্ষতিগ্রস্থ পারুলা বেগম ঘটনাটির সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষিদের বিচার দাবি করেছেন। তবে প্রতিপক্ষরা বিষয়টি অস্বিকার করেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram