২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ১১, ২০২০
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে মাদক মামলায় আসাদুজ্জামান লিটন নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এম জি আযম এ দন্ডাদেশ প্রদাণ করেন। এ মামলায় অপর দুই আসামীকে খালাস দেওয়া হয়েছে।

দন্ডিত লিটন যশোর জেলার বেনাপোল এলাকার ধান্যখোলা গ্রামের মৃত শাহাদত হোসেনের ছেলে। আদালত সুত্রে জানা যায়, ২০০৯ সালের ১২ জানুয়ারী ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চিনিকল এলাকা থেকে ১’শ গ্রাম হেরোইনসহ আসাদুজ্জামান ওরফে লিটনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আরো দু’জনের নাম বেরিয়ে এলে পুলিশ বাদী হয়ে কালীগঞ্জ থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করে।

তদন্তকারী কর্মকর্তা ওই বছরে ০২ ফেব্রæয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। মামলার দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য গ্রহন শেষে আদালত বুধবার লিটনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদাণ করে। এ মামলার অপর দুই আসামী ইমরান এবং জাহাঙ্গীরের দোষ প্রমাণ না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। তবে দন্ড প্রাপ্ত আসামী পলাতক রয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram