২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে দু’দিনের বর্ষণে বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৫, ২০২০
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহ জেলায় দু দিনের বর্ষণে বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শীতকালীন শাক সবজির। ফুলকপি, বাধাকপি, সিম, বেগুন, বরবটির ক্ষতি হয়েছে। বৃষ্টিতে ফুলফল পচে যাচ্ছে।

অনেক স্থানে ধান গাছ মাটিতে নুইয়ে পড়েছে। এতে ফলন কম হবে বলে মনোহরপুর গ্রামের চাষি মাসুদ হাসান পান্না মনে করেন। তিনি জানান, এবার আমন ধানের শীষ বড় হয়েছে। বৃষ্টির সাথে হালকা বাতাসে ধান গাছ নুইয়ে পড়েছে। এতে ফলন কম হবে।

বৃষ্টিতে পেঁয়াজের বীজতলার ক্ষতি হবে। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস জানান, এ বৃষ্টিতে ধান সবজিসহ সব ফসলের কিছু ক্ষতি হবে। তবে মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে জমিতে যাতে পানি না জমে সে ব্যাপারে চাষীদের পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram