২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ঝিনাইদহে জমিজমা বিরোধের জের: চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আরেক চাচাতো ভাই নিহত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ২৯, ২০২০
19
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ জমিজমা সংক্রান্তের বিরোধের জের ধরে ঝিনাইদহে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে যুবক নিহত হয়েছে। নিহত যুবক সদর উপজেলার কুশাবাড়িয়া গ্রামের মৃত জলিল খার ছেলে হারুন খা (৪০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার কুশাবাড়িয়ায় গ্রামে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে চাচাতো ভাই আকমলের সঙ্গে হারুনের বিরোধ চলে আসছিল।

রবিবার দুপুর ৩টার দিকে চাচাতো ভাই আকমল কবরস্থানে ফলজ বনজ গাছের চারা রোপণ করছিলেন। ওই সময় হারুন খাঁ বাধা দেন এবং দুুইজনের মধ্যে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে চাচাতো ভাই আকমল খা চাচাতো ভাই হারুন খাকে লাঠি দিয়ে আঘাত করে। তখন পরিবারের সদস্যারা মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুুুর রেফার্ড করা হয়। সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বিকেলে তিনি মারা যান। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনার পরই পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িত চাচাতো ভাইকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram