২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ১৬, ২০২০
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ‘করোনা পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা ও দারিদ্রতা নির্মূলে আদিবাসি ও গ্রামীণ নারীর অবদানই মূখ্য’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে। এ্যাকশন এন ডেভেলপমেন্ট (এইড) এর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ মোকাবেলা প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এইড এর সদর উপজেলা সামাজিক সহায়তা কমিটির সভাপতি সুরাইয়া পারভীন মলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, এইড এর জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ মোকাবেলা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আশরাফুন্নাহার আশা, এইডের প্রশাসনিক কর্মকর্তা তন্ময় কুন্ডু।

এছাড়াও অনুষ্ঠানে কুমড়াবাড়িয়া ইউনিয়নের সচিব ইমারত আলী, এইড এর কর্মকর্তা মামুনুর রশীদ, আয়াতুল্লাহ, আসমা পারভীনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা, গ্রামীণ নারীদের অধিকার রক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram