২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের ২ টি উপজেলার ২০ টি ইউনিয়নে পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৫, ২০২২
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ৫ম ধাপের ইউপি নির্বাচনের ভোট গ্রহনের জন্য ঝিনাইদহের ২ টি উপজেলার ২০ টি ইউনিয়নে পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ। ব্যালট পেপার ছাড়া ভোটগ্রহণের বাকি উপকরণ পাঠানো হয়েছে।

সকালে শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলা নির্বাচন অফিস থেকে কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের হাতে এসব উপকরণ বুঝে দেওয়া হয়। আগামীকাল সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। এই দুই উপজেলার ২০ টি ইউনিয়নে মোট ৩ লাখ ৭১ হাজর ৪’শ ৪৮ জন ভোটার ২০৩ টি কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এখানে চেয়ারম্যান পদে মোট ৬৮ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৯৮ জন ও সাধারণ সদস্য পদে ৫৯১ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ করতে বিপুল পরিমাণ পুলিশ, র‌্যাব, আনসার সদস্য, বিজিবি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্টাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram