২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহের কালীগঞ্জ সুগার মিলে ফটক সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৩, ২০২১
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- আখেঁর আবাদ ও চিনির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ সুগার মিলে ফটক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মিলটির প্রধান ফটকে এ সভার আয়োজন করে মিল কর্তৃপক্ষ।

মোচিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ও শ্রমিক কর্মচারী ফেডারেশনের আইন ও দরকষাকষি সম্পাদক গোলাম রসুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।

বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি, মোচিকের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খাঁন, মহাব্যবস্থাপক (কারখানা) আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূইয়া, মহাব্যবস্থাপক (প্রশাসন) আশিকুজ্জামান।

এসময় বক্তারা, চিনিকলের লোকসান ঠেকাতে ও চিনির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মিল জোন এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করতে সকলের প্রতি আহŸান জানান। সেই সাথে সঠিক সময়ে কৃষকের আখের মুল্য পরিশোধ করতে মিল কর্তৃপক্ষকে অনুরোধ জানান। ফটক সভায় মিলটির শ্রমিক, কর্মচারী, কৃষকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram