২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জীবননগরে ইমেজ হারাতে চলেছে জাপা

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
সেপ্টেম্বর ১৫, ২০২০
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা জাতীয় পার্টির (জাপা) কোনো নেতৃত্বই দলকে চাঙা করতে পারেনি। ফলে কর্মী-সমর্থকদের মধ্যে চরম হতাশা দেখা দেয়। এরইমধ্যে অধিকাংশ নেতাকর্মী জাতীয় পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

সাংগঠনিক কার্যক্রমে তেমন সক্রিয় না থাকলেও কমিটি গোছানোর চেষ্টা চালাচ্ছেন উপজেলা জাতীয় পার্টির বর্তমান সভাপতি মুজিবুর রহমান। দলকে চাঙা করতে নানা কর্মসূচি নিয়ে কার্যক্রম চালালেও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছেন।

এ উপজেলায় অনেক ইউপিতে দলটির কোনো কমিটি নেই। সাংগঠনিক কোনো কার্যক্রমও নেই। এতে দিন দিন ইমেজ হারাচ্ছে জাতীয় পার্টি। তবে তৃণমূল কর্মী-সমর্থকদের সংগঠিত করতে পারলে দলটি ঘুরে দাঁড়াতে পারবে বলে দাবি অধিকাংশ নেতাদের।

জাতীয় পার্টি ছেড়ে যাওয়া নেতা মতিয়ার রহমান বলেন, বছরে একবারও কর্মীদের খোঁজখবর নেন না উপজেলার নেতারা। জাতীয় পার্টিকে গতিশীল করতে হলে দায়িত্বশীল নেতাদের ভালো ভূমিকা রাখতে হবে।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান বলেন, প্রায় নেতাকর্মী শূন্য অবস্থায় উপজেলা জাতীয় পার্টির হাল ধরেছি। দলটির ইমেজ ফেরাতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তবে এ কাজে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি স্থানীয় কর্মীদের সহযোগিতা প্রয়োজন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram