১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় আদিয়ানমার্ট ও তার সিইও’র বাড়িতে বিক্ষুব্ধ গ্রাহকরা তালা মেরে দিয়েছেন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২৫, ২০২২
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার ই-কমার্স প্রতিষ্ঠান আদিয়ান মার্টের নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের সিদ্দিকীর বাড়িতে তালা দিয়েছে প্রতারণার শিকার গ্রাহকরা। দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় একশ’ গ্রাহক মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠান এবং সিইও’র বাড়িতে তালা মেরে দেন। এ ঘটনার আগে গ্রাহকরা প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন।

এর আগে গত ২৯ অক্টোবর খুলনা ও চুয়াডাঙ্গা থেকে প্রতিষ্ঠানের সিইও জুবায়ের সিদ্দিকী মানিক, মহা-ব্যবস্থাপক মাহমুদ সিদ্দিকী রতন, উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী ও ম্যানেজার মিনারুল ইসলামকে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় গ্রেফতার করে র‌্যাব-৬। কয়েকদিন আগে প্রতিষ্ঠানের সিইও বাদে সবাই জামিনে মুক্ত হন তারা।

গ্রাহকরা বলেন, আমরা মোটরসাইকেল, ফ্রিজসহ বিভিন্ন পণ্য কেনার জন্য প্রায় এক কোটি টাকা দিয়েছি আদিয়ান মার্টকে। কয়েক দফা টাকার জন্য তাদের সাথে বসেও কোনো সুরাহা হয়নি। সিইও’র বাবা প্রতিষ্ঠানটির উপদেষ্টা আবু বক্কর সিদ্দিকী টাকা ফেরতের আশ্বাস দিলেও তিনি বারবার ঘুরিয়ে যাচ্ছেন। আদিয়ানমার্ট আমাদের পথে বসিয়েছে।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী গ্রামের গ্রাহক মজিবুল হক বলেন, ‘গত এক বছর আগে মোটরসাইকেল কেনার জন্য ৩ লাখ ২৬ হাজার টাকা পেমেন্ট করি। এখনো টাকা পাইনি। আমরা মামলা না করলেও অন্য কেউ মামলা করে। এতে সিইওসহ চারজন গ্রেফতার হন। তারা কয়েকদিন আগে জেল থেকে জামিনে বের হয়ে এসেছেন। একন আমরা টাকা চাই।’

প্রান্ত নামে এক গ্রাহক বলেন, আমি গত বছরের মে মাসে ফ্রিজ, মোটরসাইকেলসহ ৬ লাখ টাকার পণ্য অর্ডার করি। ওই মাসেই টাকা পেমেন্ট করি। এরপর থেকে কোনো পণ্য তো দেয়ইনি। আবার টাকার কথা বললে দেব দিচ্ছি বলে ঘুরিয়ে যাচ্ছে। আমরা বেকার যুবক। ধার দেনা করে টাকা দিয়েছি। আমরা এখন পথে বসেছি। টাকা ফেরত দেওয়ার কথা বললেও তারা দিচ্ছে না। এ কারণে আমরা আজ আদিয়ানমার্টের অফিস ও সিইও’র বাড়ি তালা মেরে আটকে দিয়েছি। আমরা যেকোনো মূল্যে টাকা ফেরত চাই।’

এদিকে প্রতিষ্ঠান ও সিইও’র বাড়িতে তালা মারার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুখেন্দু বসু ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। তিনি তাদের কাছে বিস্তারিত শোনেন এবং আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য আহবান জানান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram