২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর শুভ উদ্বোধন

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
অক্টোবর ৪, ২০২০
22
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

 চুয়াডাঙ্গায় জেলায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা: এএসএম মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার রোববার সকাল ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন । এ সময় প্রধান অতিথি বলেন, সরকার স্বাস্থ্য সেবা মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠাসহ সময়োপযোগী অনেক পদক্ষেপ নিয়েছেন। তিনি স্বাস্থ্য বিভাগীয় কর্মীদের আরো আন্তরিক হয়ে সেবা প্রদান করার আহ্বান জানান। কোনো শিশু যেনো ভিটামিন এ ক্যাপসূল কার্যক্রমের বাইরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে জানান তিনি।


উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক ,সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শামীম কবির। এ সময় আরোও উপস্থিত ছিলেন ডা: আউলিয়ার রহমান, জেলা পরিবার পরিকল্পনা অফিসার দীপক কুমার সাহা , পৌর কাউন্সিলর রেজাউল করিম খোকন, সংরক্ষিত নারী কাউন্সিলর শেফালী খাতুন, টিকাদন সুপারভাইজার আলী হোসেন এবং চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস ও পৌরসভার স্বাস্থ্যকর্মীবৃন্দ।


এবার চুয়াডাঙ্গা জেলায় রোববার ৪ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্তপক্ষ কাল ব্যাপী ভিটামিন‘এ’প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম চলবে।চুয়াডাঙ্গা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ১৫ হাজার ৮৩২ জনশিশু , ১ থেকে ৫ বছর বয়সের ১ লাখ ২২ হাজার ৮৯৭ জন শিশুকে ভিটামিন‘এ’প্লাসক্যাপসুল খাওয়ানো হবে।এ জেলায় ১ লাখ ৩৮ হাজার ৬৪৯ শিশুকে ভিটামিন‘এ’প্লাস খাওয়ানোর লক্ষ্য মাত্রা নেয়া হয়েছে।

৯০০টি আউট রীচ টিকা দান কেন্দ্রে ১হাজার ৮০০ জন স্বেচ্ছাসেবক, ৫৬৩ জন সরকারি ও বেসরকারি কর্মী ক্যাপসুল খাওয়ানোর কাজে নিয়জিত থাকবে।তাদেরকে ১১৩জন প্রথম সারির তত্বাবধায়ক তত্বাবধায়ন করবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram