১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় ট্রাক চালক গুলিবিদ্ধ : গুলি ও ম্যাগজিনসহ সন্ত্রাসী বাকের আটক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২৭, ২০২১
24
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা প্রতিনিধি :: চুয়াডাঙ্গায় সাচ্চু শেখ (৪০) নামের এক ট্রাকচালক গুলিবিদ্ধ হয়েছেন। পূর্ব বিরোধের জের ধরে দু’যুবক তার ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ সাচ্চু শেখ জেলা শহরের মাঝেরপাড়ার আরিফিন শেখের ছেলে।

শনিবার বিকাল ৪টার দিকে জেলা শহরের বাসটার্মিনাল এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। ঘটনার এক ঘণ্টার মাথায় ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মো. বাকের (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক বাকের চুয়াডাঙ্গা বাসটার্মিনাল সংলগ্ন নূরনগর গ্রামের সাহেব ওরফে জাহাঙ্গীরের ছেলে। গুলিবিদ্ধ সাচ্চু শেখ জানান, আমি বেলা ৮টার দিকে চুয়াডাঙ্গা বাসটার্মিনালে ট্রাক থেকে নামি।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান জানান, ‘কয়েকদিন থেকে সাচ্চু শেখের সঙ্গে শহরের বাসটার্মিনাল এলাকার কয়েক যুবকের বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সাচ্চুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় দুই যুবক। পরে ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ বাকের নামের এক সন্ত্রাসী যুবককে আটক করা হয়েছে।’ আটক বাকেরের নামে চুয়াডাঙ্গা সদর থানাসহ কয়েকটি থানায় নারী ও শিশুসহ অস্ত্র আইনে সাতটি মামলা রয়েছে বলে জানান ওসি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. ওয়ালিউর রহমান নয়ন জানান, ‘সাচ্চু শেখের পেটের বামপাশে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।’

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram