২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় পুলিশ সুপারসহ নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত

প্রতিনিধি :
সুজন ইভান
আপডেট :
আগস্ট ২, ২০২০
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় পুলিশ সুপারসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৩ জনে। সুস্থ হয়েছেন ২৯৭ জন ও মারা গেছেন ১০ জন।

আজ রোববার সকালে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,জানান,গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে ৫৮ জনের নমুনার প্রতিবেদন পাওয়া গেছে। এরমধ্যে ২৫ জন করোনা শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে  চুয়াডাঙ্গা পৌর শহরের ১৮ জন, আলমডাঙ্গা উপজেলার ৪ জন ও দামুড়হুদা উপজেলার ৩ জন রয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামও রয়েছেন। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। তিনি আরও জানান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসেলেশন ওয়ার্ডে ৫৪ জন ও হোম আইসোলেশনে ২৭৪ জন চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হন ইতালি ফেরত এক যুবক। তার বাড়ি আলমডাঙ্গায়।জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৪৩ জন নারী-পুরুষ। এরমধ্যে সুস্থ হয়েছেন ২৯৭ জন ও মারা গেছেন ১০ জন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram