২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীর মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে স্কুল ছাত্র নিখোঁজ

প্রতিনিধি :
সাম্প্রতিকী ডেক্স
আপডেট :
আগস্ট ১৬, ২০২০
44
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে তামিম হোসেন (১০) নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। রবিবার দুপুর ২ টায় উপজেলার কাজীপুর ইউনিয়নের পীরতলা গ্রামের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় সে। নিখোঁজ তামিম হোসেন কাজিপুর বুড়িপুতা এলাকার কাবের আলীর ছেলে। পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাবলু মিয়া ও স্থানীয়রা জানান, তামিম হোসেন তার নানা পীরতলা গ্রামের মোয়াজ্জেম হকের বাড়িতে বেড়াতে এসে কয়েকজন খেলার সাথী নিয়ে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যান। অন্যরা সাঁতার কেটে নদীর পাড়ে আসলেও তামিম নদীর পানিতে ডুবে নিখোঁজ হয়।

বামুন্দী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইছাহাক আলী জানান,তামিম হোসেন নামের এক কিশোর মাথাভাঙ্গী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ রয়েছে এমন সংবাদ পেয়ে তল্লাশী করা হয়। নদীতে পানি বেশি ও স্রোত থাকার কারনে বিভিন্ন স্থানে সন্ধান করেও তার হদিস পাওয়া যায়নি। একারনে খুলনা ডুবুরী দলকে বিষয়টি জানানো হয়েছে ইতোমধ্যে তারা রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যে ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করবে।

তিনি আরো জানান, বর্ষা মৌসুম হওয়ার কারনে নদী,খালবিল ও পুকুরে পানি বৃদ্ধি হয়েছে। একাণে ছেলে মেয়েদের সাবধানে রেখে চলাচল করার পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে কিশোর তামিম হোসেন নিখোঁজ হওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে তার বাবা মা সহ স্বজন ও সহপাঠিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram