২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে ফেন্সিডিল ও মদ উদ্ধার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ডিসেম্বর ১৪, ২০২০
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী সীমান্তে পৃথক অভিযানে ফেন্সিডিল ও মদ উদ্ধার করেছে বিজিবি। সোমবার বিকালে উপজেলার কাজিপুর ও কাথুলী সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল ও মদ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান, কাজিপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ইদ্রিস আলীর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মঙ্গলপাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যাক্ত অবস্থায় ১শ’৬১ বোতল ভারতীয় উদ্ধার করা হয়।

অপরদিকে কাথুলী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ফজলার রহমানের নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৫০বোতল মদ এবং ২০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও মদের আনুমানিক বাজার মূল্যে প্রায় ২ লাখ টাকা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram