২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ক্লিনিক পরিচালনার নিয়ম ভঙ্গ করলে আইনগত ব্যবস্থা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২৭, ২০২১
35
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গার উপজেলা প্রশাসনের সাথে ক্লিনিক মালিকদের ক্লিনিক পরিচালনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জানুয়ারী বিকালে আলমডাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ সাঈদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, আলমডাঙ্গা থানার এসআই সনজিত কুমার, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লিনিক মালিক শরিফুল ইসলাম, সাজেদুর রহমার বাবলু,মুনজুর আলী, আনোয়ার হোসেন জালাল, নুর মোহাম্মদ হোসাঈন টিপু, এসকে শহিদুল্লাহ, লুৎফর রহমান, মামুন রেজা ও মালিক পক্ষে প্রতিনিধি রবিউল হক, মদন সাহা, এনামুল প্রমুখ।

সভায় ক্লিনিক মালিকদের উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষে ক্লিনিক পরিচালনা করার জন্য দিকনির্দেশনা দেন। তাদেরকে বলেন ক্লিনিক চালাতে হলে স্বাস্থ্য বিভাগের নিয়মানুযায়ী বৈধ কাগজপত্রসহ সার্বক্ষনিক এমবিবিএস ডাক্তার, ডিপ্লোমা ডাক্তার, ডিপ্লোমা নার্স রাখতে হবে। সার্জন অথবা সার্জারী ট্রেনিং প্রাপ্ত ডাক্তার দ্বারা ক্লিনিকে যে কোন ধরনের অপারেশন করতে হবে। ক্লিনিক পরিচালনার নিয়ম ভঙ্গ করলে সে ক্লিনিককের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram