২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুড়িগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ানোয়ে‌ছে আলমডাঙ্গা সম্মিলিত ইমাম-খতিব পরিষদ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৫, ২০২২
34
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

কুড়িগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আলমডাঙ্গা সম্মিলিত ইমাম-খতিব পরিষদের একটি টিম আর্থিক সহায়তা নিয়ে কুড়িগ্রামে গিয়েছেন। এ উপলক্ষ্যে ৪ জুলাই সোমবার আলমডাঙ্গা অফিসার ক্লাবে এক প্রেস কনফারেন্স করা হয়েছে। তারা রাতে আলমডাঙ্গা স্টেশন থেকে সীমান্ত এক্সপ্রেসে ৮ সদস্যের একটি টিম কুড়িগ্রামের উদ্দেশ্য রওনা করেন।


জানা গেছে, দেশের উত্তরবঙ্গের কুড়িগ্রামে ভয়াবাহ বন্যা হয়। এ বন্যায় কুড়িগ্রামের মানুষের ঘরবাড়ি পানিতে তলিয়ে যায়। গরু, ছাগল, হাস, মুরগী, মজুদ খাদ্যসহ বিভিন্ন জিনিস হারিয়ে যায় এবং বড় ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। তাদের পাশে দাঁড়িয়ে কিছুটা ক্ষতি পূরণ করতে আলমডাঙ্গা সম্মিলিত ইমাম-খতিব পরিষদ বেশ কয়েক দিনধরে উপজেলার বিভিন্ন গ্রামের ইমাম-খতিবদের মাধ্যমে ৬ লাখ ৭৮ হাজার ৫শ ৫০ টাকা উঠিয়েছেন।

আলমডাঙ্গা সম্মিলিত ইমাম-খতিব পরিষদ কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে নগদ অর্থ তুলে দিবেন। প্রেস কনফারেন্সে উপজেলা আলমডাঙ্গা সম্মিলিত ইমাম-খতিব পরিষদের সভাপতি ডা. শাফায়েতুল ইসলাম হিরোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর। এসময় তিনি বলেন, সরকারের পাশাপাশি আলমডাঙ্গা সম্মিলিত ইমাম-খতিব পরিষদ কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো যে সিদ্ধান্ত নিয়েছে সেজন্য তাদেরকে সাধুবাদ জানায়। দেশের সকল বৃত্তবানদের উচিত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষে পাঁশে দাড়ানো।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামে মসজিদের ইমাম ও আলমডাঙ্গা সম্মিলিত ইমাম-খতিব পরিষদের সহসভাপতি হাফেজ মাওলানা মাসুদ কামালকে বন্যার্তদের সহায়তা টিমের প্রধানের দায়িত্ব নিয়ে আলমডাঙ্গা পৌর কাউন্সিলর আশরাফুল হোসেন বাবু, আনন্দধাম বাইতুর মামুর জামে মসজিদের খতিব ইমদাদ হোসেন, মাওলানা ইলিয়াস আব্দুল্লাহ, হাফেজ ইমরান, হাফেজ আকিব রেজা, হাফেজ গোলাম মোক্তাদির, মিহাব উদ্দিন টিক্কা, বিপ্লব হোসেন সাথে নিয়ে গতকাল রাতেই সীমান্ত এক্সপ্রেসে রওনা দেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram