১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুষ্টিয়ার মিরপুরে সাত ছিনতাইকারী আটক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ১৬, ২০২১
31
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

কুষ্টিয়ার মিরপুরে ডিমবোঝায় শ্যালো ইঞ্জিন চালিত আগলামন (স্থানীয় যান) ছিনতাই চক্রের মূল হোতাসহ সাতজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন।

গ্রেপ্তাররা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চড় ঘোস্তা এলাকার ট্রাকচালক লিটন ব্যাপারী, বরিশাল জেলার আগুন ঝরা উপজেলার চেঙ্গুটিয়া এলাকার ওয়াহিদ আলম, মাগুরা সদর উপজেলার রাওতলা এলাকার সাইদুল ইসলাম, পাবনার ঈশ্বরদী উপজেলার চর কারিগর এলাকার শুকনাল ওরফে শুকুর আলী, বাবুলচারা এলাকার আরাফাত হোসেন, বাঁশের বাঁধা এলাকার ইমন প্রামানিক, নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা পশ্চিমপাড়া এলাকার ওসমান গণি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, গত বছরের ৩১ জানুয়ারি রাত সাড়ে তিনটার সময় পাবনা থেকে ছেড়ে আসা একটি ডিমবাহী শ্যালো ইঞ্জিন চালিত আগলামন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নয় মাইল এলাকা থেকে ছিনতাই হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন।

এ ঘটনায় মিরপুর থানা পুলিশ লালন শাহ সেতুর টোল প্লাজার সিসিটিভি ফুটেজ দেখে ট্রাকের ড্রাইভার লিটন ব্যাপারীকে আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ওই চক্রের মোট সাতজনকে আটক করা হয়। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার গলগন্ড গ্রামের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram