১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমারী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমপি ছেলুন জোয়ার্দ্দার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ২৩, ২০২০
31
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গার কুমারী চাষি ক্লাব আয়োজিত ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। খেলায় হারদী কৃষি ক্লাবকে ১-০ গোলে হারিয়ে যাদবপুর সূর্যতরুণ ক্লাব টুর্নামেন্ট টফি জয় করেন।

২৩ অক্টোবর শুক্রবার বৃষ্টিস্নাত বিকেলে কুমারী চাষি ক্লাব আয়োজিত ১৬ দলের ফুটবল টুর্নামেমটের ফাইনাল খেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। ফাইনাল খেলায় অংশ নেয় হারদী কৃষি ক্লাব ও যাদবপুর সূর্যতরণ ক্লাব। খেলায় নির্ধারিত সময়ের প্রথমার্ধেই যাদবপুর সূর্যতরণ ক্লাব হারদী কৃষি ক্লাবের বিপক্ষে এক শূন্য গোলে এগিয়ে যায়।

পরে কুমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ পিন্টুর সভাপতিত্বে পুরস্কার বিতরণি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, খেলা করতে হলে, খেলায় নৈপূণ্য দেখাতে হলে অবশ্যই নিয়োমিত প্রাক্টিস করতে হবে। ফুটবল খেলায় প্রাক্টিসের বিকল্প কিছু নেই। সুস্থ-সবল ও সামর্থবান জাতি গড়ে তুলতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। যুবসমাজ ও তরুণ প্রজন্মকে মাদকমুক্ত ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হলে খেলাধুলার সাথে সম্পৃক্ত রাখতে হবে।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আীল মাস্টার, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি মজিবর রহমান, আনিসুজ্জামান মল্লিক, হাজী আজিজুল হক মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক সৈয়দ সাজেদুল হক, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, জেলা আওয়ামীলীগ ও জেলা পরিষদের সদস্য আবু মুসা, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু,  হারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আশিকুজ্জামান ওল্টু, হাজী সিরাজুল ইসলাম, আব্দুস সামাদ, আলমডাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক  নাহিদ হাসান তমাল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজিব, ইউনিয়ন যুবলীগ নেতা আবু সিদ্দিকী টগর, টুটুল, আলমডাঙ্গা থানার এসআই আশরাফুল, দুর্লভপুর ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম। খেলার মাঠ পরিচালনা করেন আবু সায়েম রিপন।

খেলায় ধারা বিবারনী প্রদান করেন আবু বকর সিদ্দীক, আব্দুল মান্নান, খেলা পরিচালনা করেন আলী হোসেন, আবুল কালাম, রাশেদুল ইসলাম, পলাশ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram