২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কালিদাসপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাদমান জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ৩০, ২০২১
25
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিবাদমান জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে কালিদাসপুরের শরিফ জোয়ার্দ্দার ও জীবনের বিরুদ্ধে।


এজাহারসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার আসাননগরের রবিউল ইসলাম ও তার অন্যান্য ভাইয়েরা কালিদাসপুর গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নূর ইসলামের নিকট থেকে কালিদাসপুর মৌজার ১৪৮২ নং খতিয়ানের ২৬ শতক জমি কিনেছিলেন। ওই জমির কিছু অংশ ভুলবশত আর এস রেকর্ডে কালিদাসপুর গ্রামের মৃত আরমান জোয়ার্দ্দারের নামে রেকর্ড হয়। আর এস রেকর্ডের ভিত্তিতে মৃত আরমান জোয়ার্দ্দারের ছেলে শরিফ জোয়ার্দ্দার ওই জমি দখলের অপচেষ্টা করে আসছেন।


এরই এক পর্যায়ে ক্রয়সূত্রে জমির মালিক রবিউল ইসলাম গত ১৮ জুলাই চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে জমিতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিবাদমান জমিতে ১৪৫(১) ধারা জারি করেন। আদালতের এ আদেশের কপি তিনি নিজেই আলমডাঙ্গা থানায় পৌঁছে দিয়েছেন বলে দাবি করেন।


গতকাল বৃহস্পতিবার আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরিফ জোয়ার্দ্দার ও জীবন গং বিবাদমান জমিতে পাকা স্থাপনা নির্মাণ কাজ শুরু করেছেন। আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নির্মাণ কাজ করার বিষয়টি থানায় অবহিত করার পরও শরিফ জোয়ার্দ্দার গং নির্মাণ কাজ বন্ধ করেননি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram