২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাবা শরিফে প্রথম নারী নিরাপত্তা রক্ষী নিয়োগ ‍দিলো সৌদি

প্রতিনিধি :
Masud Rana
আপডেট :
এপ্রিল ২৫, ২০২১
55
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মসজিদুল হারাম তথা কাবা শরিফে নিরাপত্তা রক্ষী হিসেবে নারীদের নিয়োগ দিয়েছে সৌদি। দেশটিতে এই প্রথম হজ ও ওমরাহ পালনকরীদের শৃঙ্খলা ও সুরক্ষায় দায়িত্ব পালন করতে এ উদ্যোগ গ্রহণ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত সোমবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজস্ব টুইটার অ্যাকাউন্টে কাবা শরিফে নারী নিরাপত্তা রক্ষীদের দায়িত্ব পালনের ছবি প্রকাশ করেছে। টুইটার কর্তৃপক্ষ যে দুইটি ছবি প্রকাশ করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ব্যাপকভাবে শেয়ার হয়েছেটুইটারে দেয়া ছবি দেখা যায়, ইউনিফর্ম পরিহিত নারী সদস্য দাঁড়িয়ে ডিউটি পালন করছে। পাশ দিয়ে অতিক্রম করছে এক ওমরাহ পালনকারী। ছবির ক্যাপশনে লেখা রয়েছে-”من_الميدان ، أمن الحج والعمرة" তথা ‘মাঠ থেকে হজ ও ওমরায় নিরাপত্তারক্ষী’। আর নারী নিরাপত্তা রক্ষীদের বাহুতে যে ব্যাজ রয়েছে তাতে লেখা আছে- "أمن الحج والعمرة” অর্থাৎ ‘হজ ও ওমরার নিরাপত্তারক্ষীসৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সুরক্ষা বাহিনী আল্লাহর ঘর জিয়ারতকারী এবং হাজিদের সুরক্ষা প্রদানের জন্য প্রথমবারের মতো নারী পুলিশ মোতায়েন করেছে। গত বছরও সৌদি আরব মসজিদে হারামের বিভিন্ন কাজে ১৫০০ নারী কর্মী নিয়োগ দিয়েছে

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram