২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাগজ বিহীন জমি দাবীর কারণে আলমডাঙ্গার উদয়পুর জামে মসজিদের কাজ বন্ধ: প্রতিবাদ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৬, ২০২০
48
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

গত ৬ অক্টোবর অনলাইন সাম্প্রতি ডট কম পত্রিকায় “ কাগজ বিহীন জমি দাবীর কারণে আলমডাঙ্গার উদয়পুর জামে মসজিদের কাজ বন্ধ” শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন জমি দাবীকারী ছানোয়ার হোসেন।

প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেছেন যে, অত্র তফসীল বর্ণিত জমি সি.এস ও এস.এ দলিল মুলে মালিক মৃত রবজেল মন্ডল। তিনি জীবত অবস্থায় ১৯৮৪ সালে ২১ শতক জমির মধ্যে ৯ শতক জমি মসজিদে দান করেন। রবজেল মন্ডল মৃত্যুর পর সি.এস ও এস.এ দলিল মূলে ওই জমির মালিক ছানোয়ার হোসেন।

আর এস রেকর্ডের বলে যাদেরকে মালিক দেখানো হয়েছে, তারা ওই জমির মালিক নয়। আর.এস রেকর্ডের বলে তারা আমার পিতা মৃত রবজের মন্ডলের নামের জমি মসজিদের নামে রেজিষ্ট্রি করে দিয়েছে। রেজিষ্ট্রি করে দেওয়ার পর জমিতে রাতের অন্ধকারে প্রাচীর দিয়ে ঘিরে নেয়। পরে আলমডাঙ্গা থানা পুলিশ তা ভেঙ্গে দিয়েছে। ছানোয়ার হোসেন ওই সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram