২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে ৪ যুবককে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
এপ্রিল ১৫, ২০২১
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের প্রথম দিনে কারন ছাড়া ৪ যুবক এক বাগানে বসে থাকার অপরাধে জরিমানা করেছে। ১৪ এপ্রিল বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো: হুমায়ন কবীর এ জরিমানা করেন।


জানাগেছে, উপজেলার খাদিমপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে লিটন আলী(৩৫), একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে নিজাম আলী(৩২), কুদ্দুস আলীর ছেলে রতন আলী(৩৫) ও জামসেদ আলীর ছেলে ডালিম হোসেন(৩০) চার বন্ধু চলমান লকডাউনের মধ্যে একটি বাগামে বসে গল্প করছিল। এসময় পাঁচ কমলাপুর ক্যাম্প পুলিশ লকডাউন ডিউটি করার সময় তাদেরকে কি কারণে বসে আসে জিজ্ঞাসা করে। তারা যৌক্তিক কোন কারন দেখাতে না পারায় উপজেলা সহকারী কমিশনার ভ‚মির নিকট সংবাদ প্রদান করেন।

উপজেলা সহকারী কমিশনার ভ‚মি মো: হুমায়ন কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চারজনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৬৯ ধারা মোতাবেক ৪ হাজার টাকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই সুফল কুমার বিশ^াস সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram