১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে থাকা কালীগঞ্জের সন্তান জাবির সাবেক কর্মকর্তার মৃত্যু!

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২৬, ২০২১
24
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্লানিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগের সাবেক কর্মকর্তা আনোয়ারুল ইসলাম মন্টু। মঙ্গলবার ২৬ জানুয়ারি সকাল ৬.৪৫ মিনিটে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আনোয়ারুল ইসলাম মন্টু ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কাবিলপুর গ্রামে মকলেছুর রহমানের ছেলে।

গত দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর সহধর্মিণী করোনায় আক্রান্ত হয়ে একই হাসপাতালে আইসিইউতে রয়েছেন। নিহিত মন্টু মহান স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধা হিসাবে বিশেষ ভূমিকা রাখেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও এমএ ডিগ্রি লাভ করেন। এরপর সরকারি বৃত্তি নিয়ে লন্ডনে উচ্চতর পড়াশোনা করেন।

চাকরী জীবনে তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন হিসাবে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি তার নিজ এলাকায় মকলেছ-আনোয়ার কলেজ প্রতিষ্ঠা করেন। বুধবার সকাল ১০টায় তার নিজ গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram