২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মুজিবনগরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ৭, ২০২১
21
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। ঐতিহাসিক ৭ মার্চ, ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ আজও প্রতিধ্বনিত হয় বাংলার অস্তিত্বে। সেদিনের দেওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আজ বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যে স্থান পেয়েছে, "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম,এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম " বঙ্গবন্ধুর দেওয়া ভাষণে বাঙালি জাতি মনে প্রাণে স্বাধীন হওয়ার স্বপ্নে উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের বার্তা পেয়ে যান, উত্তাল সাগরের ঢেউয়ের মতো মানুষ জাতির পিতার ভাষণ শোনার জন্য রেসকোর্স ময়দানে হাজির হন, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের পুরোধা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে মুজিবনগর কম্প্লেক্স গেট হতে বঙ্গবন্ধুর ম্যুরাল পর্যন্ত একটি বর্ণাঢ্য রেলি নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।

পুষ্পার্ঘ অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় জিয়াউদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বল্টু,মোনাখালি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাত আলী,বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুবউদ্দীন মল্লিক,দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এ এস এম মাহবুব আলম,মুজিবনগর উপজেলা সেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক আরিফ হোসেন,বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল মল্লিক, বাগোয়ান ইউপি ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম ঝুটিকা,সম্পাদক মনিরুল ইসলাম ,ইউপি সদস্য সোহরাব হোসেন, ইউপি সদস্য কাজী কোমরউদ্দীন সেলিম, ইউপি সদস্যদিলিপ মল্লিক, ইউপি সদস্য শংকর বিশ্বাস সহ আওয়ামীলীগের বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram