২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকারে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১৯, ২০২১
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি ॥ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কে সামনে রেখে বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকীতে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার কে জনসম্পৃক্ততার লক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা তথ্য অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সারফারাজ হোসেন মৃদুল। বিশেষ অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমান। প্রধান আলোচক ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প ,ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন , শিক্ষা সহায়তা কর্মসূচির, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য বিকাশ নিশ্চিত করা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশের সুরক্ষার বিষয় নিয়ে আলোকপাত করেন বক্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শফিক কামাল পলাশ প্রমূখ। এসময় সদর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা পরিষদের সদস্য মিরণ, থানা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, শহর যুবলীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা কামাল হোসেন, সাধারন সম্পাদক তৈহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতিন, জেলা তাতীলীগের সভাপতি নুর ইসলাম সুবাদ, জেলা কৃষকলীগের সহ সভাপতি আবুল হাসেম, বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার নাজমুস সাদাত, জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজিব, যুবলীগনেতা আব্দুল্লাহ আল মামুনসহ যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram