২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উদ্যোক্তারাই দেশের প্রাণশক্তি- আলমডাঙ্গায় উদ্যোক্তাদের সম্মেলনে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ৩, ২০২১
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


উদ্যোক্তা সম্মেলনে কেক কাটছেন জেলা প্রশাসকসহ অতিথিবৃন্দ

“আলমডাঙ্গার কথা” ফেসবুক গ্রুপের এডমিন ফিরোজ ইফতেখার উদ্যোক্তাদের নিয়ে গল্প লিখে আসছিলেন। সেই উদ্যোক্তাদের নিয়ে ৩ ফেব্রæয়ারী বুধবার আলমডাঙ্গায় উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম সরকার। তাঁর স্বতস্ফুর্ত উপস্থিতিতে সম্মেলন প্রাণবন্ত হয়ে ওঠে।


সম্মেলনে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আপনারা যারা উদ্যোক্তা তারা এ দেশের প্রাণশক্তি। যে দেশে উদ্যোক্তা বেশী সে দেশ তত সমৃদ্ধ। আপনাদের এই প্রাণশক্তিই দেশের অর্থনীতির প্রেক্ষাপট পাল্টে দিতে পারে, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারে।


তিনি উদ্যোক্তাদের উদ্যেশ্যে বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে উদ্যোক্তা গড়ে তুলতে বিভিন্ন সরকারি প্রণোদনা চালু রেখেছেন। সরকার সব সময় উদ্যোক্তাদের পাশে আছে। আমরা জেলা প্রশাসনের উদ্যেগে উদ্যোক্তাদের প্রশিক্ষন দিয়ে থাকি। আপনাদের যে কোন ধরনের সমস্যায় আমরা পাশে আছি।
তিনি নারী উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়ে বলেন, আপনারা যা করে দেখাচ্ছেন তা অত্যন্ত প্রশংসনীয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারকে ক্রেস্ট তুলে দিচ্ছেন ফিরোজ ইফতেখার


দৈনিক ইত্তেফাকের আলমডাঙ্গা প্রতিনিধি ও দৈনিক আকাশ খবর পত্রিকার আলমডাঙ্গা ব্যুরো প্রধান ফিরোজ ইফতেখারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজি মারজাহান নিতু, দৈনিক মাথাভাঙ্গার সম্পাদক-প্রকাশক ও চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি সরদার আল আমিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহিল কাফি, আলমডাঙ্গা বণিক সমিতির সাধারন সম্পাদক উদ্যোক্তা কামাল হোসেন, প্রথম আলোর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি শাহ আলম সনি, উদ্যোক্ত মাহমুদুল হাসন চঞ্চল, ব্যাংক এশিয়ার এজেন্ট উদ্যোক্তা শাহাবুল হক, লিমন মল্লিক, নারী উদ্যোক্তা ফারহানা রহমান তমা, দিলরুবা, লামিয়া তাসনিম, আলমডাঙ্গার কথা গ্রুপের মডারেটর মামুনুর রহমান মামুন। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলুওয়াত করেন আলমডাঙ্গার নিউ মোবাইল মেলার সত্তাধিকারী উদ্যোক্তা বেলাল হোসেন।

উদ্যোক্তারা


হারদী এমএস জোহা কলেজের প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক রহমান মুকুল, শরিফুল ইসলাম রোকন, রহিদুল ইসলাম, ইসতিয়াক মিজান ও নাহিদা জোয়ার্দ্দার কণা প্রমুখ।


উল্লেখ্য, ইতোপূর্বে নারী উদ্যোক্তাদের নিয়ে ২১ ডিসেম্বর একটি গেট টুগেদারের আয়োজন করে আলমডাঙ্গার কথা।


সম্মেলনের পূর্বে উদ্যোক্তারা শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram