১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইভ্যুলিউশন অব দারিয়াপুর’ সেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৩, ২০২০
27
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি ॥ “ সবুজে র্বাঁচি, সবুজ বাঁচাই, গ্রাম-নগর-প্রকৃতি সাজাই” এই প্রতিপাদ্যে মেহেরপুরের দারিয়াপুর গ্রামে ‘ইভ্যুলিউশন অব দারিয়াপুর’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

সংগঠনের সভাপতি ফয়সাল আহামেদ তানিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মজনুর রশিদ, মুজিবনগর উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল প্রমূখ।

অনুষ্ঠানে বক্তরা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষনে পরিকল্পিত ভাবে পর্যাপ্ত গাছ লাগানো একান্ত প্রয়োজন। বৃক্ষ রোপন কেবল পরিবেশগত ভারসাম্য রক্ষার্থে এবং ফলমূল ও বনজ দব্যে দেশকে স্বনির্ভর করে তুলতে সাহায্য করবে না বরং ব্যক্তি পরিবারের আর্থিক স্বাচ্ছন্দ বিধানে অনুকূল ভুমিকা পালন করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখবে। এসময় সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram