২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৭, ২০২১
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে পালন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর বুধবার উপজেলা পরিষদ হলর”মে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবীর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পৌরসভার প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা সমবায় অফিসার মুজিবুর রহমান, আসাসিক প্রকৌশলী হাবিবুর রহমান, পল্লি বিদ্যুতের ডিজিএম আবু হাসান, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি ডা. অমল কুমার বিশ্বাস, উপ‌জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, সাধারন সম্পাদক বিশ^জিৎ সাধুখাঁ, পৌর পূজা উৎযাপন কমিটির সভাপতি পরিমল কুমার কালু ঘোষ, পৌর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক পলাশ আর্চয্য, রথযাত্রা উৎযাপন কমিটির সভাপতি শুশিল ভৌতিকা।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসানুজ্জামান খানের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলার ৩৮ পূজামন্ডপ কমিটির প্রতিনিধিদের সাথে এ মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অশোক কুমার সাহা, সবেন্দ সাহা, কৃষ্ণ বিশ^াস, শুবেন্দ সিংহ রায় বুদ্ধ, বিধান বেদ, দেবদাস দে, লিপন কুমার বিশ^াস, উজ্জ্বল দাস,উত্তম কুমার, সুনিল কুমার, বিজয় কুমার সিহি, সুধাংশ কুমার ব্যানার্জী, গৌতম কুমার পাল, বিপ্লব দাস, নিরঞ্জন দাস, বিষ্ণ অধিকারী, সনজিৎ অধিকারী, অরুবিন্দ বিশ্বাস , বিমল বিশ্বাস, আনন্দ বিশ্বাস, সনজিৎ কর্মকার, রাজ কুমার অধিকারী, বিজন কর্মকার, মিন্টু অধিকারী, শ্রী প্রণব কুমার সাহা প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram