২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আব্দুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ১৫, ২০২০
28
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রয়াত আব্দুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫ টায় আলমডাঙ্গা সরকারি কলেজের হলরুমে এ সমরসভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ আব্দুর রহমান সড়ক সংরক্ষণ কমিটির আহবায়ক ফাহমিদুর রহমান মুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম ছরোয়ার মিঠু।


প্রধান অতিথি বলেন, অধ্যক্ষ আব্দুর রহমান ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের অন্যতম প্রতিষ্ঠা ও একজন আদর্শ শিক্ষক। তিনি নিজেই ছিলেন এক মহান প্রতিষ্ঠান। তাঁর পুরো চাকরি জীবন আমাদের সামনে দীপশিখার মত দেদীপ্যমান। তাঁর জীবনযাপন,কর্ম ও আদর্শ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এক কিংবদন্তীতুল্য জনপ্রিয় ও শ্রদ্ধার অবিমিশ্র আকাশগঙ্গা ছিলেন তিনি। এমন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিতে পরিণত হতে হলে পরম সাধনা প্রয়োজন। তিনি ছিলেন কষ্টিপাথরের মত মহামূল্যবান, সুফি সাধক। প্রত্যেকটা শিক্ষকের উচিত আব্দুর রহমান স্যারের আদর্শ অনুসরণ করা।


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত আব্দুর রহমান ছেলে প্রভাষক খন্দকার রিয়াজুল হক স্বপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রভাষক তাপস রশিদ, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মীর শফিকুল ইসলাম শফি, আলমডাঙ্গা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামিম রেজা।


হাসিবুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া ব্যক্তিত্ব গোলাম মোক্তাদির বিদ্যুত,আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গিয়াস উদ্দিন, সরকারি কলেজের প্রদর্শক রাজিউজ্জামান রাজ, সবুজ আহমেদ, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একরামুল হক মিলন, সরকারি ভিজে হাইস্কুলের শিক্ষক শেখ আহসান হাবিব প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram