২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গা মুন্সিগঞ্জের যানজট নিরসনের কার্যক্রম শুরু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুলাই ১৪, ২০২০
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন এমপির নির্দেশে, আলমডাঙ্গা নির্বাহী কর্মকর্তা আলীর হস্তক্ষেপে আলমডাঙ্গার মুন্সিগঞ্জের যানজট নিরসনের কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার থেকে শুরু হচ্ছে মাপজোপের কাজ। কয়েক দিনের মধ্যেই শুরু হবে রাস্তার দু'পাশের স্থাপনা উচ্ছেদ। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সড়ক। সড়কের মুন্সিগঞ্জ রেলগেটের দু'পাশে রাস্তা সংকলনের কারণে প্রতিনিয়ত জ্যাম বেধে থাকে। সাধারণ মানুষের পড়তে হয় নিদারুণ ভোগান্তিতে । দুর্ভোগ নিরসনে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নির্দেশে ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলীর হস্তক্ষেপে আজ বুধবার থেকে লাগাতার মাপজোপের কাজ চলবে বলে জানা গেছে। কয়েকদিনের ভিতরে রাস্তার দু'পাশের স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা নিবার্হী কর্মকর্তা লিটন আলী, আলমডাঙ্গা উপজেলা ভূমি কর্মকর্তা হুমায়ুন কবির মুন্সিগঞ্জ বাজারের নেতৃবৃন্দের সাথে কথা বলেন ও মুন্সিগঞ্জ বাজার পরিদর্শন করে যানজট নিরসনে দ্রুত কার্যকর ভূমিকা নেয়া হবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক রোকন, সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম সহ জেহালা বাজার কমিটির নেতৃবৃন্দ। মুন্সিগঞ্জ বাজারের যানজট নিরসনে ভূমিকা রাখায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী প্রশংসায় ভাসছে। ‌ এলাকাবাসী তাদের দীর্ঘায়ু কামনা করে সাধুবাদ জানিয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram