২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
অক্টোবর ৩১, ২০২০
44
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাধারণ সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। ৩০ অক্টোবর আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চবিদ্যালয় চত্তরে বণিক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভায় আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি হাজী মকবুল হোসেনের সভাপতিত্বে আনন্দঘন ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। এ সময় তিনি বলেন, উন্নত আলমডাঙ্গা তথা দেশ গড়তে সবচে বেশি ভূমিকা রাখতে পারেন ব্যবসায়ি সমাজ। সঙ্ঘবদ্ধ ব্যবসায়িসমাজ দেশের চেহারা পালটে দিতে পারে। সমাজের আমুল পরিবর্তন করতে পারে। সমাজের মানুষের জীবনমান উন্নত করতে পারে। শুধু নিজ পরিবার না, সমাজ উন্নয়নে সরাসরি অংশগ্রহ তাদের। তাদেরকে দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সক্রীয় ভুলিকা পালন করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, আলমডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খাঁন, বণিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ¦ মীর শফিকুল ইসলাম, বিশিষ্ঠ ব্যবসায়ী শহিদুল কাউনাইন টিলু, হার্ডওয়ার মালিক সমিতির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি বিশিষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ¦ লিয়াকত আলী লিপু মোল্লা, বিশিষ্ঠ ব্যবসায়ী, আলহাজ¦ শমসের আলী মল্লিক, কুমারি ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু,।

স্বাগত বক্তব্য রাখেন বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন। আয় ও ব্যায়ের হিসাব পাঠ করেন বণিক সমিতির  ক্যাশিয়ার আলাউদ্দিন।

প্রভাষক একেএম ফারুক ও আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক হাজী মীর শফিকুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন বণিক সমিরি সাবেক সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ঘেটু, মুদি দোকান মালিক সমিতির সভাপতি আরিফিন মিয়া মিলন, বণিক সমিতির সদস্য আব্দুর রাাজ্জাক রাাজু, মীর ইসমাঈল, শেখ শফিউল্লাহ মোহন, মনিরুজ্জামান মনি, বোরহান উদ্দিন। উপস্থিত ছিলেন বণিক সহসভাপতি জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম লিটন, সহ-সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সাংগঠণিক সম্পাদক জনি মিয়া, দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম প্রিন্স, ক্রীড়া সম্পাদক উজ্জ্বল হোসেন, ধর্ম সম্পাদক মোতালেব হোসেন, রাজিবুল ইসলাম রাজিব, কুইন রেজা, জয়নাল আবেদীন, জসিম উদ্দীন, মীর মতিয়ার রহমান, মোহাম্মদ আলী মন্টু, রেজাউল হক তোতা, শরিফুল ইসলাম, সিরাজুল ইসলাম, সেখ সাদী, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী মীর আমিনুল ইসলাম টুটুল, শহিদুল্লাহ খান দুদু, আমিনুল ইসলাম অপু মোল্লা, লাল্টু, মহাসিন কামাল, কামাল হোসেনসহ সকল ব্যবসায়ীবৃন্দ।

 

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram