২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হামিদুল আজমের ৬৫ তম জন্মবার্ষিকি পালিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
নভেম্বর ২০, ২০২০
32
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

 শাহ আলম মন্টু: আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক কবি,সাহিত্যিক,নাট্যব্যাক্তিত্য হামিদুল ইসলাম আজমের ৬৫ তম জন্মবার্ষিকি পালিত হয়েছে।গতকাল সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জন্মদিন পালন অনুষ্টানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাধারন সম্পাদক কবি হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিটন আলী।

তিনি বলেন হামিদুল ইসলাম আজম একজন বহুমুখি প্রতিভার নাম,সে একাধারে ,নাট্যাভিনেতা,নাট্যকার,কবি,সাহিত্যিক,সাংবাদিক,প্রাবন্ধিক, ফুটবলার,বাচিক শিল্পি, সংগঠক,রাজনৈতিক ব্যাক্তিত্ব সহ বহুমুখি প্রতিভার অধিকারি।আমি এই উপজেলায় যোগদানের পর থেকে তাকে দেখছি।সাংবাদিক হিসেবে  সাহিত্য পরিষদ গঠন করার বেশ কিছুদিন পর আজম সাহেব আমাদের সাথে যোগ দেয়,আজ বলতে দ্বিধা নেই হামিদুল আজম সাহিত্য পরিষদে যোগ দেবার পর সাহিত্য পরিষদ গতিশীল হয়েছে।আমি তার সার্বিক মঙ্গল কামনা করছি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার আফাজ উদ্দদিন,ওসি অপারেশন স্বপন কমার দাস,রবীন্দ্র নজরুল জন্ম জয়ন্তি পরিষদের সভাপতি বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব হাজী বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার,প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু,সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সম্পাদক আ,ফ,ম সিরাজ সামজি,আলমডাঙ্গা সাংস্কৃতিক জোটের সভাপতি ডাঃ অমল কুমার। ,আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি।

কলেজিয়েট স্কুলের উপাধক্ষ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শামিম রেজার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনপ্রেসক্লাবের সহ-সভাপতি মাথাভাঙ্গা ব্যুরোপ্রধান রহমান মুকুল,যুগ্ম সাধারন সম্পাদক ও পশ্চিমাঞ্চলের ব্যুরো প্রধান প্রশান্ত বিশ্বাস,মীর ছামছদ্দিন আহম্মেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশিষ্ট লেখক আনোয়ার রশিদ সাগর।কবি হামিদুল ইসলাম আজম তার অনুভুতি ব্যাক্ত করতে গিয়ে জানান,আমি ছোট বয়স থেকে সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িয়ে পড়ি।

বিশেষ করে নাটকের প্রতি আমার বরাবরই ঝোক ছিল।নাটক লেখা,মঞ্চ।  করা,রেডিও নাটক করা,টেলিভিশনে নাটক করার শখ ছিল,সবই একে একে করেছি,কিন্ত বয়সটা ততোদিনে অনেকদুর গড়িয়ে গেছে,ফটবল খেলোয়াড় হিসেবে চাকরি করেছি,মাত্র ১৪বছর ৫মাস বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে চলে গেছি।আজ বয়স বেড়েছে,কিন্ত মনের জোরে এখনও সব কাজ করে বেড়াচ্ছি।আরো বক্তব্য রাখেন সরকারি কলেজের সহকারি অধ্যাপক শেখ শফিউজ্জামান,,সহকারি শিক্ষক ও গাংচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি জামিরুল ইসলাম,,মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক শিল্পি গোষ্টির,সঙ্গিত শিল্পি ডাঃআতিক বিশ্বাস,প্রমুখ।সভায় কেক কেটে শুভ জন্মদিন পালন করা হয়,পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram