২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হাসান কাদির গনুর নির্বাচনী সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ২৫, ২০২১
21
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা পৌর নির্বাচন আগামী ১৪ ফেব্রুয়ারী। এ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ৩বারের নির্বাচিত পৌর মেয়র ২য় বারের মত নৌকা প্রতীককে বিজয় করার লক্ষে কাজ করে চলেছে অবিরাম। নৌকা প্রতীককে বিজয়ী করতে পৌর এলাকায় দলীয় নেতাকর্মিদের সাথে নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে দিনরাত্রি। ২৫ জানুয়ারী সন্ধ্যায় পৌর ৪ নং ওয়ার্ডের আনন্দধাম ও এরশাদপুর চাতাল মোড়ে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আনন্দধামে ৪ নং ওয়ার্ডের সভাপতি পরিমল কুমার ঘোষ কালুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ৩ বারের নির্বাচিত পৌর মেয়র ২ বারের দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পৌর মেয়র হাসান কাদির গনু। এসময় তিনি বলেন, নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মিদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলমডাঙ্গা পৌর নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থনে ২য় বারের মত আমাকে নৌকা প্রতীকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আলমডাঙ্গা পৌর সভায় চলমান রাস্তার কাজ অনেক আগেই হওয়ার কথা ছিল। কিন্তু মহামারী করোনার কারণে কাজ শুরু করা সম্ভব হয়নি। পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে চলমান রাস্তার কাজ নির্বাচনের আগেই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।


বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, ধর্মীয় সম্পাদক হাজী ঠান্ডু রহমান, ক্রীড়া সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, সাবেক উপসহকারী কৃষি অফিসার আব্দুস সালাম, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজাবুল হক মনা, সাবেক চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন।

ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রুবেলের উপস্থাপনায় উপস্থিত ছিলেন হারদী কলেজের সহকারী অধ্যাপক রোকনুজ্জামান ডাবলু, ইউপি সচিব সোহরাব উদ্দিন, আওয়ামীলীগ নেতা মহাসিন কামাল, আনসার মন্ডল, হেকমত আলী, মিজানুর রহমান, রেজাউল হক, ছমির উদ্দিন, হবিবার রহমান, আব্দুল খালেক, আব্দুর রহমান, ইয়াসিন, শাহ জামাল, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক পারভেজ মিডেল, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাঈন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাকিব, টিটন, সজীব, অটল, শিহাব, অন্তর, শিহাব, আশিক, নাইমুর, সাকিব, রুহুল, মানিক, অনি, রাজু, রাকিবসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মি।

পরে এরশাদপুর চাতাল মোড়ে সুধি সমাজের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram