১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পৌরসভায় পানিরপাইপলাইন স্থাপন ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
ফেব্রুয়ারি ২৩, ২০২১
30
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা পৌরসভায় পানি সরবরাহের পাইপলাইন স্থাপন ও ড্রেন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ২৩ ফেব্রæয়ারী মঙ্গলবার সকাল ১০টায় আলমডাঙ্গা পৌর এলাকার চাতাল মোড়ে উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কাজের শুভ উদ্বোধন করেন।


এ সময় তিনি বলেন, আজকে আমরা স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করতে যাচ্ছি। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সুখি-সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত একটি দেশ বাংলাদেশ নিয়ে চিন্তা করতেন। বঙ্গবন্ধুর চিন্তার প্রতিফলন ঘটানোর জন্য বঙ্গবন্ধুর কন্যা নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন। কোথায় কি লাগবে তা উনার নখদর্পণে। সেই লক্ষ্যে রাস্তাঘাট, স্কুল-কলেজ, বিদ্যুতের ব্যবস্থা করছেন। আলমডাঙ্গার মানুষের সুপেয় পানির প্রয়োজন। সেটা প্রধান্মন্ত্রি জানেন। তিনি সে ব্যবস্থা করেছেন।


উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের ২৩টি পৌরসভায় পানি সরবাহ ও স্যানিটেশন প্রকল্পের পরিচালক প্রকৌশলী ওয়াজেদ আলী, চুয়াডাঙ্গা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার এরশাদুজ্জামান মৃদুল, উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী, আলমডাঙ্গা উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, জেলা আওয়ামীলীগের সহসভাপতি খুস্তার জামিল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসদু উজ জামান লিটু বিশ^াস, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর সভাপতি দেলোয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু।

কবি মামুন খন্দকারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কাজী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, আলম হোসেন, সাবেক পৌর আওয়ামীলীগের সভাপতি আবু মুসা, সাবেক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ক্রিড়া সম্পাদক বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মহিদ, জেলা যুবলীগের সাবেক আহব্বায়ক বিশিষ্ঠ ঠিকাদার ব্যবসায়ী আরেফিন আলম রঞ্জু, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, রাজাবুল হক মনা, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, আমিরুল ইসলাম মন্টু, তরিকুল ইসলাম, উপজেলা যুবলীগের আহব্বায়ক আহসান উল্লাহ, যুগ্ম আহব্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন, কাউন্সিলর সদর উদ্দিন ভোলা, জহুরুল ইসলাম স্বপন, আলাল উদ্দিন, খন্দকার মজিবুল ইসলাম, বাপ্পিসহ সকল কাউন্সিলর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, মাহমুদুল হাসান চঞ্চল, দিদার আলী, মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস, বাবলু, বিল্লাল গণি, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাঈন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাকিব, সজীব, টিটন, অটাল, রোমান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram