২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গা পৌরসভার উদ্দোগে ডেঙ্গু প্রতিরোধের মশা নিধন অভিযান উদ্বোধন

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
সেপ্টেম্বর ৩০, ২০২০
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা পৌরসভার উদ্দোগে ডেঙ্গু প্রতিরোধের মশা নিধন অভিযান উদ্বোধন করা হয়েছে। বুধবার আলমডাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডে স্প্রের সাহায্যে বিভিন্ন বাসা-বাড়ির নর্দমায় ঝোপঝাড়ের মধ্যে ডেঙ্গু মশা নিধনের ঔষধ ছিটানো হয়।


আলমডাঙ্গা পৌর এলাকায় বেশ কিছুদিন যাবত মশার উপদ্রব বেশ বেড়ে যায়। ডেঙ্গ মশার লাভা যাতে বৃদ্ধি না পেতে পারে তার জন্য পুনরায় আলমডাঙ্গা পৌরসভা মশা নিধন কার্যক্রম শুরু করেছে। ৩০ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১০টার দিকে পৌর সভার ২ নং ওয়ার্ডে স্প্রের মাধ্যমে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র হাসান কাদির গনু।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আলাল উদ্দিন, সদর উদ্দিন ভোলা, জহুরুল ইসলাম স্বপন, আলী আজগর সাচ্চু, আব্দুল গাফফার, মামুন অর রশিদ হাসান, ফারুক হোসেন, সচিব রাকিবুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, হিসাব রক্ষন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপসহকারী প্রকৌশলী ভারপ্রাপ্ত রুহুল আমীন, মোস্তাক আহমেদ, হাফিজুর রহমান জীবন, আব্দুর জব্বার লিপু, আসাদুল, মামুন হোসেন, সোহেল, মনির হোসেন, সুজন আলী, আশরাফ প্রমুখ।

মশা নিধন স্প্রে উদ্বোধনকালে মেয়র হাসান কাদির বলেন, পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশা নিধন অভিযান অব্যাহত থাকবে। স্প্রের সাহায্যে বিভিন্ন বাসা-বাড়ির নর্দমায় ঝোপঝাড়ের মধ্যে ডেঙ্গু মশা নিধনের ঔষধ ছিটানো হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram