২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা ছত্রপাড়ায় আগুন দিয়ে মেহগনি গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৩, ২০২১
52
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা ছত্রপাড়ায় পূর্বশত্রæতার জেরধরে ভুট্টার ডাটা বিছিয়ে আগুন দিয়ে মেহগনি গাছ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হারেজ উদ্দিনের বিরুদ্ধে। গত ৩০ এপ্রিল দুপুরে মাঠে কোন লোক না থাকার সুযোগে এ আগুন দিয়ে বেশ কয়েকটি গাছ পুড়িয়েছে।

জানাগেছে, উপজেলার ছত্রপাড়া গ্রামের মৃত মসশের আলীর ছেলে শাহাজাহান আলী বেশ কয়েক বছর ধরে আলমডাঙ্গা শহরে বসবাস করে আসছে। গ্রামের মাঠে ১০ শতক জমিতে ১০/১৫ বছর আগে মেহগনি গাছ লাগিয়ে বাগান তৈরী করেছে। ওই মেহগনি বাগানের পাশে জমির মালিক একই গ্রামের মৃত আয়নুদ্দিনের ছেলে হারেজ উদ্দিনের সাথে চাষাবাদ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

শাহাজাহান গ্রামে না থাকার সুযোগে গত ৩০ এপ্রিল দুপুরে হারেজ আলী তার জমিতে চাষ করা ভুটার ডাটা ছিটিয়ে দিয়ে আগুন লাগিয়ে দেয়। মেহগনি বাগানে আগুন দেওয়ার কারণে বেশ কিছু গাছের গোড়া পুড়ে গেছে। এবিষয়ে শাহাজাহান আলী আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর বলেন, মেহগনি বাগানে আগুন দেওয়ার বিষয়ে বাগানের মালিক লিখিত অভিযোগ দায়ের করেছে। আগুন দেওয়ার বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram