২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন নানা কর্মসূচীর মধ্য দিনয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ৭, ২০২১
22
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলা প্রশাসন নানা কর্মসূচীর মধ্য দিনয়ে ৭ মার্চ পালন করেছে। দিনটি উপলক্ষে সকাল ৯টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে মাল্যদান করা হয়। তারপর বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়। শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।


আলোচনানুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে ও কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজার উপস্থাপনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীর প্রতিক সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডা. সাহাবুদ্দিন আহমেদ সাবু, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা কমান্ডার শফিউর রহমান জোয়ার্দ্দার সুলতান, বীর মক্তিযোদ্ধা মইন উদ্দিন, বীর মুুিক্তযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকু, ডা. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দাউদ আলী, বীর মুক্তিযোদ্ধা ফরজ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা সহকারী কমিশনার ভ‚মি হুমায়ন কবীর, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার মিঠু,

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, মৎস্য অফিসার ফাতেমা কামরুন্নাহার আখি, প.প. কর্মকর্তা হাসানুজ্জামান খান, শিক্ষা অফিসার শামসুজ্জোহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী, আলমডাঙ্গা পাইলট বালিকা বিদালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, বাদল স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু,উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা এনামুল হক, সমাজ সেবা অফিসার আফাজ উদ্দিন, পল্লি বিদ্যুতের ডিসিএম আবু হাসেম, সমবায় অফিসার মুজিবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা শায়লা শারমিন, তথ্য কর্মকর্তা ¯স্নিগ্ধা দাস, আনসার ভিডিবি অফিসার সাইদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাক্ষারুল ইসলামসহ বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram