২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সকল সদস্যগণের শপথগ্রহণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ১৬, ২০২২
21
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সংরক্ষিত আসনের সদস্যগণের এবং সাধারণ আসনের সদস্যগণের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারী রবিবার বিকালে আলমডাঙ্গা পাইলট বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান শেষে সকল ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা একেবারে প্রান্তিক জনগোষ্ঠির প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তাদের আকাঙ্ক্ষার সাথে সঙ্গতি রেখে চলতে হবে আপনাদের। দুঃখী মানুষের ভাগ্য পরিবর্তনে আপনাদের ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে যে নিরলস পরিশ্রম করছে, যে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে তা সফল করতে আপনাদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আপনাদের হাত ধরে বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবে।

শপথ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত তুহিনুজ্জামান । শপথ গ্রহণ করেন খাসকররা, জামজামী, ডাউকি, বেলগাছী, কালিদাসপুর, কুমারী, হারদী, ভাংবাড়িয়া, গাংনী, জেহালা, বাড়াদি, চিৎলা ও খাদিমপুর ইউনিয়নের ১৫৬ জন নবনির্বাচিত সংরক্ষিত আসনের এবং সাধারণ আসনের সদস্যগণ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram