২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলার সকল সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের নিয়ে যুব মহিলালীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২১, ২০২৩
34
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গায় যুব মহিলালীগের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ মে শনিবার দুপুরে উপজেলার ১৫টি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্যদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় উপজেলা যুব মহিলালীগের সভাপতি মনিরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুব মহিলালীগের সভাপতি আফরোজা পারভীন।
এসময় তিনি বলেন, আমাদেরকে বটবৃক্ষের মত ছায়া দিয়ে রেখেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাদেরকে নারী নেতৃত্বের অধিকার দিয়েছে। নারী অধিকার না পেলে আমরা এই সমাজে মাথা উচু করে দাঁড়াতে পারতাম না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে নৌকা প্রতিককে জয়যুক্ত সকল নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী দিনে মামনীয় প্রধান মন্ত্রী যে সিদ্ধান্ত নিয়ে আমরা তা মেনে নিয়ে কাজ করবো। তিনি আগামী নির্বাচনে যাকে নৌকা প্রতিকের মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করবো। তিনি যদি আমাকে নৌকা প্রতিক দেন তা হলে আপনারা নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা যুব মহিলালীগের সহ-সভাপতি শিউলি খাতুন, সহ-সভাপতি পূর্ণিমার হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক আলীজা খাতুন, সাংগঠনিক সম্পাদক সপ্না খাতুন চিনি, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কাজলী খাতুন, আলমডাঙ্গা পৌর যুব মহিলালীগের সভাপতি রিনা খাতুন।

আলমডাঙ্গা উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক জাহানারা খাতুনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউনিয়ন যুব মহিলালীগের সভাপতি সাবিহা খাতুন, সম্পাদক আলিয়া খাতুন, কুমারি সভাপতি সালমা খাতুন, সম্পাদক নুপুর, ডাউকি সভাপতি মাশু খাতুন, সম্পাদক জাহানারা খাতুন, বেলগাছী সভাপতি মজিরন খাতুন, সম্পাদক তাপসি, জামজামি সভাপতি নয়ন তারা, সম্পাদক আফরোজা খাতুন, খাসকররা সভাপতি সবেদা খাতুন, সম্পাদক মিলা খাতুন, জেহালা সভাপতি আরিফা খাতুন, সম্পাদক লাভলী খাতুন, বাড়াদি সম্পাদক ফিরোজা, নাগদাহ সভাপতি সাজেদা খাতুন, সম্পাদক আইরিন খাতুনসহ ১৫টি ইউনিয়নের যুব মহিলালীগের সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram