২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা আসমানখালি অগ্রনী ব্যাংকে থেকে গ্রহকের টাকা নিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জানুয়ারি ৩১, ২০২১
21
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা আসমানখালি বাজারের অগ্রনী ব্যাংক শাখা থেকে গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী আটক করে গণধোলাই শেষে পুলিশে দিয়েছে এলাকাবাসি। ৩১ জানুয়ারী রবিবার বিকেল ৩ টার দিকে বিপ্লব নামের এক ছিনতাইকারী মহিলা গ্রাহকের ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয় জনগণ তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে।


জনগনের হাতে আটক বিপ্লব দামুড়হুদা উপজেলার দর্শনার বড় দুধপাতিলা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। ছিনতাইকারী বিপ্লবের সম্পর্কে আরো তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।


স্থানীয়রা জানায়, বিকেল ৩ টার দিকে উপজেলার সাহেবপুর গ্রামের প্রবাসী শাহীনের স্ত্রী ফাহিমা খাতুন আসমানখালির অগ্রনী ব্যাংক শাখায় তার স্বামীর পাঠানো ৫০ হাজার টাকা তুলতে যান। এ সময় ব্যাংকে প্রচুর ভীড় থাকায় ফাহিমা খাতুনের ব্যাংকের টোকন নিয়ে টাকা তুলে দেওয়ার কথা বলে টোকনটি নিজের হাতে নিয়ে নেয় বিপ্লব। সরলমনা ফাহিমা খাতুন টোকনটি বিপ্লবের হাতে দিয়ে পাশেই দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষন পর টাকা তুলে বিপ্লব ব্যাংক থেকে বেরিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ফাহিমা খাতুন চিৎকার-চেচামেচি করতে করতে বিপ্লবের পেছনে পেছনে দৌড়াতে থাকেন।

ফাহিমা খাতুনের চিৎকারে ব্যাংকের বাইরের লোকজন দৌড়ে গিয়ে বিপ্লবকে ধরে ফেলে। মুহুর্তে বাজারের লোকজন সব এক জায়গায় জড়ো হয়ে বিপ্লবকে ব্যাপক পিটুনি দিতে থাকে।


সংবাদ পেয়ে আসমানখালি ফাঁড়ি পুলিশের আইসি আব্দুর রহিম পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগনের হাত থেকে বিপ্লবকে রক্ষা করেন। তাকে প্রথমে চিকিৎসা দিয়ে আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। তবে ফাহিমা খাতুন ছিনতাই হওয়া ৫০ হাজার টাকা ফিরে পাওয়ায় ছিনতাইকারীর বিরুদ্ধে কোন অভিযোগ করেননি।

থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, টাকা ছিনতাইয়ের ব্যাপারে ফাহিমা খাতুন কোন অভিযোগ দায়ের করতে রাজি হননি। তবে আমরা বিপ্লবের ব্যাপারে আরো তথ্য উদ্ধারের চেষ্টা করছি। আজ সোমবারে বিপ্লবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram