২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা অ্যাকাডেমির সংর্বধনানুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বলেন - বিশ্বে মাথা উঁচু করে বাঁচার যোগ্যতা অর্জন করতে হবে

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মার্চ ১৯, ২০২২
36
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


১৬৭ জন কৃতি শিক্ষার্থিকে সংবর্ধিত করেছে আলমডাঙ্গা অ্যাকাডেমি। ১৮ মার্চ আলমডাঙ্গা ওয়াপদা এলাকায় স্কুল প্রাঙ্গণে জমকালো আয়োজনে কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


সংবর্ধনানুষ্ঠানে বিদ্যালয়ের উপদেষ্টা দর্শনা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড.আব্দুস সহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূর, মাগুরা জেলা প্রাণিসম্পদ অফিসের উপ-পরিচালক এ,এইচ,এম সামিমুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক আবু তালেব, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম ছরোয়ার মিঠু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল্লাহিল কাফি, চুয়াডাঙ্গা জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান। আলমডাঙ্গা মহিলা কলেজ অধ্যক্ষ আশুরা খাতুন,সিনিয়র আইনজীবি অ্যাড, রবগুল হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা সিরাজুল ইসলাম, প্রাইম পলিটেকনিক কলেজের পরিচালক ইদ্রিস আলী খান, বণিক সমিতির সম্পাদক কামাল হোসেন।


বিদ্যালয়ের শিক্ষক শাহিনুজ্জামানের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের পরিচালক আব্দুল হাই। বক্তব্য রাখেন, নটরডেম কলেজের শিক্ষার্থি সাকিব আহমেদ, মাহির আসাব , ইকবাল মাহমুদ সানভী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মামুন রেজা, এনামুল হক, আহাদ আলী,পৌরসভার প্যানেল মেয়র মজিবুল হক।


বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, শুধুমাত্র ভালো ছাত্র হলেই হবে না, সফল মানুষ হতে হবে। জীবনের যাবতীয় দায়িত্ব সাফল্যের সাথে পালনের যোগ্যতা অর্জন করতে হবে। ভালো চাকরি করলেই হবে না, পরিবারের কাছে, সমাজের কাছে ভালো মানুষ হতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে।


প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বলেন, কৃতি শিক্ষার্থি হলেই হবে না, দেশে এখন ভালো মানুষের বড্ড অভাব। তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। সৎ ও ধার্মিক হতে হবে। ডিজিটাইজড বিশ্বে নিজেদেরকে বৈশ্বিক নাগরিক হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে হবে। সারা পৃথিবীতে মাথা তুলে বাঁচার যোগ্যতা অর্জন করতে হবে। তার জন্য শিক্ষার মানোন্নয়ন প্রয়োজন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram