২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় ৮জনসহ চুয়াডাঙ্গায় আক্রান্ত ৩০

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
আগস্ট ২৫, ২০২০
29
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

সাম্প্রতিকী ডেস্কঃ চুয়াডাঙ্গায় আজ ৬৯ টি নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে ৩০টি। এ নিয়ে জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো১ হাজার ১৭১ জন। আক্রান্তের মধ্যে সদর উপজেলার ১৫জন, আলমডাঙ্গা উপজেলার ৮ জন।

দামুড়হুদা উপজেলার ৪ জন ও জীবননগর উপজেলার ৩ জন রয়েছেন।

এদের মধ্যে পুরুষ ২৫ জন ও নারী সদস্য ৫ জন রয়েছেন। বয়স ৯ থেকে ৮২ বছর।

চুয়াডাঙ্গা সদর উপজেলার ১৫ জনের মধ্যে সাদেক আলী মল্লিক পাড়ার ১ জন, মাকালডাঙ্গা গ্রামের ১ জন, ভিমরুল্লাহ গ্রামের ১ জন, কলেজ পাড়ার ১ জন, কোর্ট পাড়ার ২ জন, বদর গঞ্জের ১ জন, হাতিকাটা গ্রামের ১ জন, রেলপাড়ার ১ জন, মুক্তিপাড়ার ২ জন, বুজরুক গড়গড়ি পাড়ার ১ জন, সাতগাড়ি গ্রামের ১ জন, বেগমপুর ইউনিয়নের যদুপুর গ্রামের ১ জন, ডিঙ্গেদাহের ১ জনও মাঝের পাড়ার জন রয়েছেন।

প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ৩৭ জন ও হোম আইসোলেশনে ৪৪৩ জন আছে।

এ পর্যন্ত মৃত্যু বরণ ২৮ জন তার মধ্যে আজ মৃত পুলিশ সদস্য আব্দুল হান্নান ও মাঝের পাড়ার ইউনুস আলীর নমুনায় পজিটিভ এসেছে।

বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় চিকিৎসাধীন আছেন ৬ জন। আজ ১৭ জন সুস্থ সহ মোট সুস্থ হয়েছেন ৬৫৬ জন। তথ্য সূত্রঃ চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram